প্রদীপ কুমার ঘোষ

বিজয়


পেরিস্কোপের ওপার
নো-ম্যানস ল্যান্ড / লাইন অফ কন্ট্রোল
ডুবোজাহাজের মধ্যে দুটো নিবদ্ধ চোখ

অপেক্ষা। অপেক্ষা। অপেক্ষা।
চরম প্রশান্তির নাম সাইলেন্স

টর্পেডো
অন-ইয়োর-মার্ক
                        গেট সেট
                                       গো

জার্নি…
(মৌনতা)

বিধ্বংসের অপর নাম বিজয়।

প্রদীপ কুমার ঘোষ প্রদীপ কুমার ঘোষ Reviewed by Unknown on October 30, 2017 Rating: 5

No comments