রিম্পা নাথ


'ঋ' মতো পাখী

                

দূর থেকে একটা অনুরণন ভেসে আসার কথা আছে
শব্দ মুছে তাতেই কান জমিয়ে রাখা এখনও
অনিচ্ছুক সবুজ জামা আমার গায়ে উঠে আসছে
জানিনা কুচোকুচো পাতার মধ্যে কতটুকু আকাশ ভাঙা
       ঋ এর মতো কোনো পাখী নেই আর
  ১৮০°তে একটা পিঁপড়ে জল খাচ্ছে
এখন বৃষ্টির সাথে মিষ্টির কথা বলা যাবেনা
সর্ণা দিয়ে একটু একটু করে ফোটা তুলতে হবে ।




"০"-৪

 

চমচম লোম

ভূতের দুল

মুখভাঙা পাতা

জড়ানো শশা

কুড়ানো জল

প+আ+থ+অ+র



রিম্পা নাথ রিম্পা নাথ Reviewed by Unknown on October 22, 2017 Rating: 5

2 comments