সৌম্যদীপ দাস



কোয়ান্টাম:১

কবিতা: হাইজেনবার্গের অনিশ্চয়তা।
তত্ত্ব: মহাশূন্যের বেগ।
তোমার পরিমাপে নিশ্চিত কিছু নেই।
ভাঙা রোদ্দুর: আলো:
এক একটি কোয়ান্টা=
ভিজিয়ে নিই নিজের আত্মাকে।
∆(প্রেম)∆(বিচ্ছেদ) > h/4π(সম্পর্ক)।
আশ্চর্য হওয়া মৃত্যু কিন্তু জটিলতা সহজাত।
কখনো ঠোঁটের আড়ালে আত্মিক দুর্ঘটনা
আবার এলোপাথাড়ি প্রেম
কোয়ান্টাম মেখে রাখছি আদরে।
তোমার শরীরের আইগেন স্টেটে।


কোয়ান্টাম:২

হার্দিক সন্ধ্যা: বেসিসহীন ভেক্টর
ছিন্ন -চিহ্ন: সময় অর্থগোনাল।
কেট ৷O> নব্যতা
ব্রা  <p৷ স্রোত
ব্রাকেট: অর্থনরমালিটি।
তরুণীর কোমর: বিক্ষেপহীন চোখ
অজস্র নকশিকাঁথা
সম্ভ্রম শক্তি অথবা শক্তি প্রবাহ
বোর্  রিদবার্গ= অশনি শূন্যতা
স্টেট অব মাইন্ড~স্টেট অব e
তোমাকে দেখেছি নিজেকে পুড়িয়ে ফেলতে।

সৌম্যদীপ দাস সৌম্যদীপ দাস Reviewed by Unknown on October 13, 2017 Rating: 5

No comments