কুমারেশ তেওয়ারী





ন্যুডালু বিভ্রম


 ন্যুড খাও ন্যুড খাও ন্যুড খাও
কী বললে নুডলস?

আরে দুর বোকা ওই যে
বস্ত্র উড়ে গেল এক দুরন্ত তুফানে
(পঙক্তিটিঃ আরে বাবা আমারই)
দ্যাখো ক্যামন ঈশ্বর হয়েছি মাম্মী

নিষেক>নিষিক্ত= উপাদন

ডোমনীকে একটা ছেঁড়া কাঁথা দিলে
সেও ভাববে। পিয়ার্স(সাবান নয় ভেদ/ভেদ্য/ভেদক)
কলা খাবে খুব। চন্দ্রকলা। শুক্লকলা। অমাকলা। 

আপাতকালিন ঘন্টা বাজাওঢং টং ঠং---
অনুরণন-ন-ন-ন---

গাছের উপর উঠে পড়ছে জিয়লমাছ
নাচ রে ভালুক নাচ(তা তা থৈ তা তা থৈ)
আগড় খুলে ঘরে ঢুকছে

ফটোজেনিক কাচ
কুমারেশ তেওয়ারী কুমারেশ তেওয়ারী Reviewed by Unknown on October 30, 2017 Rating: 5

No comments