সম্পাদকীয়


সিন্যাপস ৮ এ স্বাগতম

সিন্যাপস এর যাত্রাপথ দীর্ঘ নয় । এরই মাঝে সিন্যাপস পেয়েছে দারুণ রেসপন্স। ভুলে গেলে চলবে না ব্লগজিনের জগতে সিন্যাপসই একমাত্র সম্পূর্ণ এক্সপেরিমেন্টাল কবিতা নিয়ে কাজ করে । সিন্যাপস এর শুরু থেকে শেষ অব্দি কবিতা গুলো পড়লে পাঠক বুঝে উঠতে পারবে কবিতায় কত ধরণের কাজের যায়গা রয়ে গেছে । নতুন প্রজন্মকে নতুন ধরণের কবিতা লেখা নিয়ে উদ্বুদ্ধ করার এবং খুব জোর দিয়ে বলতে গেলে মনের কোন নতুন ধরণের চিন্তাকে কবিতায় রুপান্তরিত করতে যে বাঁধা এতোদিন কবিতার গন্ডিকে আটকে রেখেছে সে গণ্ডি থেকে নতুন প্রজন্মকে বের করে আনার প্রয়াসেই সিন্যাপস কাজ করে । কবিতার কোন ধরণ নেই । না কবিতার সত্যিই কোন নির্দিষ্ট ধরণ নেই । তাই পাঠক এবং লেখকদের অনুরোধ করবো আমাদের পাশে থেকে আমাদের এ যাত্রার সঙ্গী হতে । পাশে থাকুন । ধন্যবাদ । 
এ পর্বে থাকছে মহাদেবাশার শূন্যতত্ত্বের শেষ পর্ব । অত্যন্ত বিষদ গবেষণালব্ধ ফলাফল এই শূন্যতত্ত্ব । কবি মহাদেবাশা নাথের এই প্রয়াসকে সাধুবাদ জানাই ।

সিন্যাপস ৯ কে আমরা কবি অনিন্দ্য রায় এর রুবিক্স বিষয়ক কবিতার কনসেপ্ট এর উপর সাজাবো । পাশে থাকবেন। ধন্যবাদ । 




( ছবি সোর্স ঃ গুগল) 
সম্পাদকীয় সম্পাদকীয় Reviewed by Unknown on December 06, 2017 Rating: 5

No comments