অনুপ বৈরাগী
নিশিযাপন
ঘুমচোর ভাঙাসিঁড়ি একারাত
মেঘঢাকা জোনাকির কথাকলি
বিনিসুতো সাতনরি চিলেছাত
রুলটানে বেলাইন ভাষাপথ
ছেঁড়াফাটা রাতকানা সংলাপ
হারিয়েছে গোনাবাঁক কিসমত
জিসমের পারদের রিকটার
বোবাপ্রেম বাবুদের মানিব্যাগ
বেলহরী কয়েনের শীৎকার
ঘরমুখো প্রহরের ভাগশেষ
বালিশের ভেজাকোন অমূলক
প্রসাধনী পিরিতের এলোকেশ
চশমাটা রিমলেস আড়চোখ
আবছায়া জানলার গুড়োকাঁচ
ঝুরঝুরে ব্যালকনি মরাশোক
সারমেয় নিশিডাক অবয়ব
বেঘরের ফুটপাত ল্যাম্পপোষ্ট
চেরারাত ওগরায় জমাক্ষোভ
ঘুমচোর ভাঙাসিঁড়ি একারাত
মেঘঢাকা জোনাকির কথাকলি
বিনিসুতো সাতনরি চিলেছাত
রুলটানে বেলাইন ভাষাপথ
ছেঁড়াফাটা রাতকানা সংলাপ
হারিয়েছে গোনাবাঁক কিসমত
জিসমের পারদের রিকটার
বোবাপ্রেম বাবুদের মানিব্যাগ
বেলহরী কয়েনের শীৎকার
ঘরমুখো প্রহরের ভাগশেষ
বালিশের ভেজাকোন অমূলক
প্রসাধনী পিরিতের এলোকেশ
চশমাটা রিমলেস আড়চোখ
আবছায়া জানলার গুড়োকাঁচ
ঝুরঝুরে ব্যালকনি মরাশোক
সারমেয় নিশিডাক অবয়ব
বেঘরের ফুটপাত ল্যাম্পপোষ্ট
চেরারাত ওগরায় জমাক্ষোভ
অনুপ বৈরাগী
Reviewed by Unknown
on
December 30, 2017
Rating:
No comments