জ্যোতির্ময় মুখার্জি




নিরপেক্ষ মুঠোঘাস

ঘুসঘুসে বৃত্তাকার মেদহীন তলপেটে ডুবেছিল একদিন ছিপছিপে জলভরা যাযাবর/
ক্ষণস্থায়ী বৈধতায় দাপাদাপি ছোটাছুটি মাখামাখি মেয়েটির লিপস্টিক চীৎকারে শীৎকারে/
আগুনের পাহারায় লাশবতী পিরামিড খুঁজেছিল প্রাত্যহিক বিনোদনে বিছানার হারাকিরি/
ঘোরতর মনোরম মেরামতে দিনগুলো পুকুরের ইশারায় অপেক্ষায় আন্তরিক আয়নায়/
অন্ধকারে প্রতারিত আধডোবা ভাবনারা আপাতত মুখোমুখি বৈকালিক সূর্যাস্তের ঝাউবনে/
জিরাফের জ‍্যামিতিক ক্ষয়গুলো মাঝরাতে মোমবাতি মিছিলের সংবাদে নিরপেক্ষ মুঠোঘাস



মেঘহীন সহবাসে

বহমান উৎসবে আমাদের কান্নাচাটা অভিমান, পুকুরের দৃষ্টিসুখে লুকোচুরি দেশান্তরী/
উজানের উল্টোদিকে একদল প্রজাপতি, রোদ-বৃষ্টি মাখামাখি উঠোনের মায়ামুখী নাভিমূলে/
তথ‍্যচিত্রে শহরের সুন্দরীরা চেয়েছিল মেঘহীন সহবাসে আন্তরিক পূর্ণচ্ছেদ/
প্রয়োজনে পছন্দের মেঘদলে পুঞ্জীভূত রোদমিলা,
নৌকাভর্তি বিষাদের চারিদিকে বারবার/
অ্যাবসার্ড বৃষ্টিলগ্নে নামহীন জোনাকিরা ফিসফিস অন্ধকারে নামতার ভার্চুয়াল ইতিহ‍্যের/
অবতল ইঁটখোলা যোনিপথে, বৈকালিক আরণ্যক দুলুনির তামাশায় মনোরম জলছায়া



জায়মান লীনতাপ

এভাবেই পাতাঝড়া মরসুমে ঘাসফুল, আমাদের অস্তিত্বের আনকোরা আধোঘুম গলিপথে/
হাঁটাচলা, উদাসীন কম্পনের দোলাগুলি পরিযায়ী শূণ‍্যতায় বিস্মৃতির খড়কুটো পেতেছিল/
মূহুর্ত্তের আন্তরিক বৃষ্টিপাতে নগরীর বাড়িগুলো রাস্তাগুলো রাত্রাবধি ঐতিহ‍্যের পূণ‍্যস্নানে/
কেবলই নৌকাহারা নাবিকের কবিতায়
রাতচোরা ছেঁড়াখোঁরা পৃথিবীর উৎসবে ক্রমান্বয়ে/
ঘুঙুরের স্নানচিত্রে, গাণিতিক আবর্তনে
দীকশূণ‍্য নদীপথে শতাব্দীর অনির্বাণ মিথস্ক্রিয়া/
অতঃপর সূচীপত্রে, জলঢেউ সংসারে
সার-সার মোমরং, বাৎসল‍্যে জায়মান লীনতাপ


ভাতগন্ধী কালোচুলে

পুনরায় শুনশান রাতলিপি আদরের অপেক্ষায়
ভাতগন্ধী কালোচুলে আঙুলের আলফাজ/
সেতুবোধে সুখীরোদ সহজিয়া বাঁশিটির উদাসীন বিড়িটানে আমাদের মিটিমিটি হাতছানি/
থুতনির বাহানায় অকারণ ভালোলাগা, অনুরোধে আবদারে পায়চারি ছকভাঙা সিলেবাসে/
সবটুকু আশকারা পাখিদের ফিরবার ব‍্যস্ততায়
বেলাভূমি বালুচরে আঁধারের ঠিকানায়/
যতিচিহ্নে আলগোছে সূর্যাস্তের ভাষাতেই কবেকার সহজতা গ্রামটির নিরুত্তাপ ডোরবেলে


জ্যোতির্ময় মুখার্জি জ্যোতির্ময় মুখার্জি Reviewed by Unknown on December 30, 2017 Rating: 5

1 comment

  1. Lucky Club Casino Site
    Lucky Club Casino site is the only place to play the latest and greatest casino games in the world powered by NetEnt. The site boasts a wide range of casino games, luckyclub

    ReplyDelete