জ্যোতির্ময় মুখার্জি
নিরপেক্ষ মুঠোঘাস
ঘুসঘুসে বৃত্তাকার মেদহীন তলপেটে ডুবেছিল একদিন ছিপছিপে জলভরা যাযাবর/
ক্ষণস্থায়ী বৈধতায় দাপাদাপি ছোটাছুটি মাখামাখি মেয়েটির লিপস্টিক চীৎকারে শীৎকারে/
আগুনের পাহারায় লাশবতী পিরামিড খুঁজেছিল প্রাত্যহিক বিনোদনে বিছানার হারাকিরি/
ঘোরতর মনোরম মেরামতে দিনগুলো পুকুরের ইশারায় অপেক্ষায় আন্তরিক আয়নায়/
অন্ধকারে প্রতারিত আধডোবা ভাবনারা আপাতত মুখোমুখি বৈকালিক সূর্যাস্তের ঝাউবনে/
জিরাফের জ্যামিতিক ক্ষয়গুলো মাঝরাতে মোমবাতি মিছিলের সংবাদে নিরপেক্ষ মুঠোঘাস
ঘুসঘুসে বৃত্তাকার মেদহীন তলপেটে ডুবেছিল একদিন ছিপছিপে জলভরা যাযাবর/
ক্ষণস্থায়ী বৈধতায় দাপাদাপি ছোটাছুটি মাখামাখি মেয়েটির লিপস্টিক চীৎকারে শীৎকারে/
আগুনের পাহারায় লাশবতী পিরামিড খুঁজেছিল প্রাত্যহিক বিনোদনে বিছানার হারাকিরি/
ঘোরতর মনোরম মেরামতে দিনগুলো পুকুরের ইশারায় অপেক্ষায় আন্তরিক আয়নায়/
অন্ধকারে প্রতারিত আধডোবা ভাবনারা আপাতত মুখোমুখি বৈকালিক সূর্যাস্তের ঝাউবনে/
জিরাফের জ্যামিতিক ক্ষয়গুলো মাঝরাতে মোমবাতি মিছিলের সংবাদে নিরপেক্ষ মুঠোঘাস
মেঘহীন সহবাসে
বহমান উৎসবে আমাদের কান্নাচাটা অভিমান, পুকুরের দৃষ্টিসুখে লুকোচুরি দেশান্তরী/
উজানের উল্টোদিকে একদল প্রজাপতি, রোদ-বৃষ্টি মাখামাখি উঠোনের মায়ামুখী নাভিমূলে/
তথ্যচিত্রে শহরের সুন্দরীরা চেয়েছিল মেঘহীন সহবাসে আন্তরিক পূর্ণচ্ছেদ/
প্রয়োজনে পছন্দের মেঘদলে পুঞ্জীভূত রোদমিলা,
নৌকাভর্তি বিষাদের চারিদিকে বারবার/
অ্যাবসার্ড বৃষ্টিলগ্নে নামহীন জোনাকিরা ফিসফিস অন্ধকারে নামতার ভার্চুয়াল ইতিহ্যের/
অবতল ইঁটখোলা যোনিপথে, বৈকালিক আরণ্যক দুলুনির তামাশায় মনোরম জলছায়া
বহমান উৎসবে আমাদের কান্নাচাটা অভিমান, পুকুরের দৃষ্টিসুখে লুকোচুরি দেশান্তরী/
উজানের উল্টোদিকে একদল প্রজাপতি, রোদ-বৃষ্টি মাখামাখি উঠোনের মায়ামুখী নাভিমূলে/
তথ্যচিত্রে শহরের সুন্দরীরা চেয়েছিল মেঘহীন সহবাসে আন্তরিক পূর্ণচ্ছেদ/
প্রয়োজনে পছন্দের মেঘদলে পুঞ্জীভূত রোদমিলা,
নৌকাভর্তি বিষাদের চারিদিকে বারবার/
অ্যাবসার্ড বৃষ্টিলগ্নে নামহীন জোনাকিরা ফিসফিস অন্ধকারে নামতার ভার্চুয়াল ইতিহ্যের/
অবতল ইঁটখোলা যোনিপথে, বৈকালিক আরণ্যক দুলুনির তামাশায় মনোরম জলছায়া
জায়মান লীনতাপ
এভাবেই পাতাঝড়া মরসুমে ঘাসফুল, আমাদের অস্তিত্বের আনকোরা আধোঘুম গলিপথে/
হাঁটাচলা, উদাসীন কম্পনের দোলাগুলি পরিযায়ী শূণ্যতায় বিস্মৃতির খড়কুটো পেতেছিল/
মূহুর্ত্তের আন্তরিক বৃষ্টিপাতে নগরীর বাড়িগুলো রাস্তাগুলো রাত্রাবধি ঐতিহ্যের পূণ্যস্নানে/
কেবলই নৌকাহারা নাবিকের কবিতায়
রাতচোরা ছেঁড়াখোঁরা পৃথিবীর উৎসবে ক্রমান্বয়ে/
ঘুঙুরের স্নানচিত্রে, গাণিতিক আবর্তনে
দীকশূণ্য নদীপথে শতাব্দীর অনির্বাণ মিথস্ক্রিয়া/
অতঃপর সূচীপত্রে, জলঢেউ সংসারে
সার-সার মোমরং, বাৎসল্যে জায়মান লীনতাপ
এভাবেই পাতাঝড়া মরসুমে ঘাসফুল, আমাদের অস্তিত্বের আনকোরা আধোঘুম গলিপথে/
হাঁটাচলা, উদাসীন কম্পনের দোলাগুলি পরিযায়ী শূণ্যতায় বিস্মৃতির খড়কুটো পেতেছিল/
মূহুর্ত্তের আন্তরিক বৃষ্টিপাতে নগরীর বাড়িগুলো রাস্তাগুলো রাত্রাবধি ঐতিহ্যের পূণ্যস্নানে/
কেবলই নৌকাহারা নাবিকের কবিতায়
রাতচোরা ছেঁড়াখোঁরা পৃথিবীর উৎসবে ক্রমান্বয়ে/
ঘুঙুরের স্নানচিত্রে, গাণিতিক আবর্তনে
দীকশূণ্য নদীপথে শতাব্দীর অনির্বাণ মিথস্ক্রিয়া/
অতঃপর সূচীপত্রে, জলঢেউ সংসারে
সার-সার মোমরং, বাৎসল্যে জায়মান লীনতাপ
ভাতগন্ধী কালোচুলে
পুনরায় শুনশান রাতলিপি আদরের অপেক্ষায়
ভাতগন্ধী কালোচুলে আঙুলের আলফাজ/
সেতুবোধে সুখীরোদ সহজিয়া বাঁশিটির উদাসীন বিড়িটানে আমাদের মিটিমিটি হাতছানি/
থুতনির বাহানায় অকারণ ভালোলাগা, অনুরোধে আবদারে পায়চারি ছকভাঙা সিলেবাসে/
সবটুকু আশকারা পাখিদের ফিরবার ব্যস্ততায়
বেলাভূমি বালুচরে আঁধারের ঠিকানায়/
যতিচিহ্নে আলগোছে সূর্যাস্তের ভাষাতেই কবেকার সহজতা গ্রামটির নিরুত্তাপ ডোরবেলে
জ্যোতির্ময় মুখার্জি
Reviewed by Unknown
on
December 30, 2017
Rating:
Lucky Club Casino Site
ReplyDeleteLucky Club Casino site is the only place to play the latest and greatest casino games in the world powered by NetEnt. The site boasts a wide range of casino games, luckyclub