তুলি রায়





রোজনামচা

একাকার যাপনের অনুভবে নিরাসক্ত স্বাদহীন ধুমায়িত কফিকাপ আড়মোড়া শীতঘুম

রোজকার নামাবলী ধারাপাত কতিপয় বয়েচলা আবহের অনুপাতে ফিসফিস বাতায়ন

নিয়ন্ত্রিত আলোকের অন্ধকারে বেদুঈন আশকারা বুন্দবুন্দ পিলসুজ ঝরেপড়া অবয়ব

অপেক্ষার অবসানে শুণ্যময় শুণ্যতার হাহাকারে খুঁটেচলা জীবনের হাতছানি অবিরাম

পুঞ্জীভূত বঞ্চনার ইতিকথা ঝরাপাতা খসখস তারখসা একফালি রাত্রিবাস একাদশী

প্রয়েজন বিনিময় একাকীত্ব পরিহাস শব্দময় নাগরিক সভ্যতার মুঠোবন্দী শিলালিপি

                       

তুলি রায় তুলি রায় Reviewed by Unknown on December 30, 2017 Rating: 5

No comments