রাহুল গাঙ্গুলী


< মাঝামাঝি >
(শেষ পর্ব)


২১


ধরা যাক ১টি ০ : যেখানে π =


অতএব : ০র ভিতরে >>>>>>


মেশিনের ঘড়ঘড় : অলিখ প্রোগ্রামে অনেকগুলো ১


(.) সরে যায়। (.)গত অপেক্ষা : হড়হড়ে বর্ষা নামে


আসলে ১ বা ০ : সকলেরই [.] ঝুমঝুমি দরকার





২২


০র ভিতরে যতোটুকু : [.] কোলাজ


আবার প্রতিটা ১র সৃষ্টি : [.] উপকরণ


বলতেই পারি : জন্মচক্রে ০ = ১


আয়নায় আকাশ : সমপরিমাণ বিপরীতমুখী ধ্রুবক





২৩


স্ট্যাটিক জানলা |আড়াল| দৃশ্যগত


০ : স্থিরবর্জিত আকার ও বৈশিষ্ট্য


১ : বলতেই পারি তালুছায়ায় বিপরীত মেরু


এবার চুপকথাদের ওলোটপালোট।স্নিকোমিটার


& ১ : উভচরে সকলেই পারষ্পরিক পরিবর্তনশীল





২৪


অভিকর্ষিত ক্রোমোজোম


অ                              ক

ভি                              র্ষ

       অ । ভি। ক । র্ষ           = ০

ক                               ভি

র্ষ                                অ


১র পিঠ : পোষা বেলুনের হাঁসুয়া চামড়া


ক্রমশ : অভিকর্ষমান ০ ১ বা ১


বলতেই পারি : বিবর্তিত নন্ লিনিয়ার রেখা








( ছবি সোর্স ঃ গুগল) 
রাহুল গাঙ্গুলী রাহুল গাঙ্গুলী Reviewed by Unknown on December 06, 2017 Rating: 5

No comments