অনুপ বৈরাগী
ডর্-উইন
১ কবি || ২ কবি
কান (আ/ই) : ঘুস (ও/ই) >> অনুপ্রাস
ধান সিঁড়ি যুযু বেয়ে আগামী ৫০ ব ছ র
ক্যাল_কুল_আস প্রেম
সম্পাদ্য : উপপাদ্য
আই(হাই)জ্যাক আইন
ক ল ম
কালি
মন
বিপ্লবী >> বি-----> লবি ত ক
প্
রেপ্লি_ক্লোন
সময়ের হাত ধরে বদলে গেলে তুমি
তা
র
প
র
সময় বুঝে হাত বদলের পালা
এ
র
প
র
তোমার হাত ধরে বদলালো সময়
রেপ্লিকেসান ফর্কে হররোজ
কম্প্লিমেন্টারি বেস পেয়ার অন্ত্রজাত করে
মিউট্যান্ট হলাম
তু | মি
আ | মি
সে
( ছবি সোর্স ঃ গুগল)
সময়ের হাত ধরে বদলে গেলে তুমি
তা
র
প
র
সময় বুঝে হাত বদলের পালা
এ
র
প
র
তোমার হাত ধরে বদলালো সময়
রেপ্লিকেসান ফর্কে হররোজ
কম্প্লিমেন্টারি বেস পেয়ার অন্ত্রজাত করে
মিউট্যান্ট হলাম
তু | মি
আ | মি
সে
( ছবি সোর্স ঃ গুগল)
অনুপ বৈরাগী
Reviewed by Unknown
on
December 06, 2017
Rating:
No comments