প্রদীপ কুমার ঘোষ।




আন্ডাকারি ও কারিগরি


কোলভরা দৃষ্টি। পাতিব্রত্য প্রেগন্যান্সি। ছেঁড়া কাঁথায় ঘুমোক উর্বশীর লার্ভা। বহুবচন গান : ফসফরাস জ্বলে | রসবাতি কাঁদে। মহাকাশ অব্দি ছড়ানো - বর্ষার ভিজে মেঝে - কুকুরের গুমোট ল্যাজ। সর্ষের পিছলে টাল সামলায় কারিগর পৃথিবী। উনুনমুখী তাপ গুটিয়ে নেয় লাটাইয়ের উড়ন্ত ছোবল। সন্ধ্যা নামে।

হেসে খেলে উপুড় : সাবাড় হয় ছিবড়ের হাড়। সাদা বিছানায় পড়ে থাকে চাপ চাপ কালো। বিনুনির মত রাত নামে। সব সূর্য আঁচলের আঁচিল। হয়তো বা রিপুখাদক রাহু। গ্রহণের প্লেট।


প্রদীপ কুমার ঘোষ।  প্রদীপ কুমার ঘোষ। Reviewed by Unknown on November 23, 2017 Rating: 5

No comments