সৌম্যদীপ দাস
সুড়সুড়ি
নন্দনতত্ত্ব এবং সুড়সুড়ি
মেরু প্রদেশের ওপর দিয়ে
নিরক্ষরেখার বয়কট।
বা
ল…
একটু চুপ
থাকো।
খোলসে চাপা পড়া তোমার পোঁদ,
বরং ঢেকে রাখো আড়ালে
কবিতা কবিতা কবিতা
নষ্টামি।
চুদিয়োনা।
বা
ল…
একদম চুপ
থাকো।
যৌনতা সস্তা সহজ
তবে লিখে রাখো আর
তারপর ছড়িয়ে পড়ার ভয়ে
ঢেকে দাও নিরদে।
আস্ত অক্ষমদের শরীর
সেন্সলেস সেন্সর্ড।
কি হবে ছিঁড়ে?
বা
ল…
প্লিজ চুপ
থাকো।
অন্তত তোমার নন্দন তত্ত্বের গাঁড় মেরে
ভালগারিটিতে সুন্দরের উপমা দিওনা।।
সৌম্যদীপ দাস
Reviewed by Unknown
on
November 23, 2017
Rating:
সুপার্ব
ReplyDelete