সম্পাদকীয়


এ পর্যায়ে এসে কিছু কথা বলতে বাধ্য হচ্ছি । সিন্যাপস এর যাত্রাকাল বেশ নতুন হলেও এরই মাঝে লেখক কবি সমাজের একটি অংশের সমর্থন ও  ভালোবাসায় আমরা নতুনকে আরো নতুনের দিকে নিয়ে যাবার প্রয়াসে অনড় রয়েছি । এর ঠিক বিপরীতে দাঁড়িয়ে আছে আরেকদল যারা সমালোচনা করতেও ছাড়ছেন না । সিন্যাপস পরিবার এই সমালোচকদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। আমরা অবশ্যই শুধু প্রশংসা আশা করিনা । সিন্যাপস কাজ করার শুরু থেকেই আমরা ধরেই নিয়েছিলাম এর বিপরীতে এক বা একাধিক গোষ্ঠী দাঁড়িয়ে যাবে । আমরা বলবো এতে আমাদের লাভই হচ্ছে ।আমরা সমর্থন যেমন চাই তেমনি  তার বিপরীতে সমালোচনা গ্রহণ করার মনমানসিকতাও আমরা রাখি । শুধু বলবো পাশে থাকুন। সমর্থনে অথবা সমালোচনায় । ধন্যবাদ


সিন্যাপস ৭ এ থাকছে মহাদেবাশার শূন্যতত্ত্বের ৫ম কিস্তি   
সম্পাদকীয় সম্পাদকীয় Reviewed by Unknown on November 23, 2017 Rating: 5

No comments