সৌম্যদীপ দাস
কোয়ান্টাম:৭
ইন্টিগ্রেশন অব প্রবাবিলিটি ডেনসিটি ওভার দ্যা এন্টায়ার স্পেস:
সম্ভাবনা তত্ত্ব অনুযায়ী আমি আছি
সুতরাং আমার নিঃস্ব হওয়ার সম্ভাবনা=0
কিন্তু এই শহর থেকে এই দেশ থেকে এই পৃথিবী,
ক্ষুদ্র হতে হতে নিজেও থমকে দাঁড়াই নিঃস্ব হওয়ার আগেই।
মৃত্যু নেই আমার, কারণ আমার জন্ম নেই।
কবিদের জন্ম মৃত্যু কিছুই নেই।
তবে নিঃস্ব হওয়ার আছে এক আকাশ।
সম্ভবনা তত্ত্বে আমার শূন্য হওয়া অপরাধ নয়।
অথচ বিজ্ঞরা বলেন, অসম্ভবের কোল নেই।
মাথা রাখার মতো ত্রিমাত্রিক বিস্তার নেই।
যেখানে শূন্য হওয়া পাপ এবং শূন্যই বিস্তার
সেখানেই আমার জন্ম হয়। তারপর মৃত্যু হয়।
সুতরাং আমি কবি নই।
আমি সম্ভাবনাহীন বিস্তার।
শূন্য ও সাধারণ।
আমি আর পাঁচটা সাধারণ মানুষই তবু কবি নই।
ইন্টিগ্রেশন অব প্রবাবিলিটি ডেনসিটি ওভার দ্যা এন্টায়ার স্পেস:
সম্ভাবনা তত্ত্ব অনুযায়ী আমি আছি
সুতরাং আমার নিঃস্ব হওয়ার সম্ভাবনা=0
কিন্তু এই শহর থেকে এই দেশ থেকে এই পৃথিবী,
ক্ষুদ্র হতে হতে নিজেও থমকে দাঁড়াই নিঃস্ব হওয়ার আগেই।
মৃত্যু নেই আমার, কারণ আমার জন্ম নেই।
কবিদের জন্ম মৃত্যু কিছুই নেই।
তবে নিঃস্ব হওয়ার আছে এক আকাশ।
সম্ভবনা তত্ত্বে আমার শূন্য হওয়া অপরাধ নয়।
অথচ বিজ্ঞরা বলেন, অসম্ভবের কোল নেই।
মাথা রাখার মতো ত্রিমাত্রিক বিস্তার নেই।
যেখানে শূন্য হওয়া পাপ এবং শূন্যই বিস্তার
সেখানেই আমার জন্ম হয়। তারপর মৃত্যু হয়।
সুতরাং আমি কবি নই।
আমি সম্ভাবনাহীন বিস্তার।
শূন্য ও সাধারণ।
আমি আর পাঁচটা সাধারণ মানুষই তবু কবি নই।
সৌম্যদীপ দাস
Reviewed by Unknown
on
November 15, 2017
Rating:
দারুণ
ReplyDelete