জ্যোতির্ময় রায়
চা।ক।রি।
রোদ মাখানো চাদরে।
শীতকালীন পরিযায়ী
পরিমাপহীন ঘাম ঘাম গন্ধ
সিঁড়ি বেয়ে /চুপ কথার
ইচ্ছে টান ।
বাস।ট্রাম।লোকালট্রেন।ভিড়।গভীর।
সুখীগৃহকোণ=মোটা অঙ্ক
।
গিন্নির খুন্তি আর বসএর আঙুল
বড় বড় ডিগ্রি = ডিক্রি/চা-করি ।
সাইন্যাপটিক কনজাংশন মুখশি হাসি ।।
"ভা লো আ ছি ,আরো ভা লো
থাকতে চাই।।"
স্বপ্ন-চোখে
পাহাড়ি নদী।
ঝর্ণা জল এবার "তুই কিছু বল" ।
সাপেছোবল নাকি ইস্ট্রোজেনেটেস্টি।
(নো অবজেক্টসন
অন ইউর হিস্ট্রি,ওনলি কেমেস্ট্রি )
উষ্ণপারদ ছুঁয়ে যায় শরীর যদি ।।
চুমু/চুমুর। রোদে পোড়া খেঁজুর ।
প্রেম প্রেম গন্ধে ভরা ডাকটিকিট।
ছায়াপথে নেমে ,ভুল কুড়িয়ে "কোনটা ঠিক?"
তবুও এক চাদরে ফের তাজমহল।
ঘাম মিশেছে জলে ,জল মেপেছে
কত তল ?
জ্যোতির্ময় রায়
Reviewed by Unknown
on
November 15, 2017
Rating:
খুব খুব ভালো
ReplyDelete