সম্পাদকীয়



ভাঙচুরের এই প্লে-গ্রাউন্ডের ষষ্ঠ সংখ্যা নিয়ে আমরা হাজির হলাম। যথারীতি নতুনত্বের ঝাণ্ডার সংকেত আমরা দিয়েই চলেছি । ফ্রম নর্থ টু সাউথ,  ফ্রম ইস্ট টু ওয়েস্ট কিংবা সম্ভাব্য আরো দিকে আমাদের কবিতা ছুটছে । কার্পন্যতা কবিতার অলংকরণ নষ্ট করে । সত্য কিংবা যা হতে পারতো তাকে ঢেকে রাখে। সম্পূর্ণ এক্সপেরিমেন্টাল কবিতার উপর ভিত্তি করে সাজানো প্রথম এবং একমাত্র  এই  ব্লগজিনের প্লাটফর্মের পাশে থাকুন এবং আমাদের জানান দিন আরো নতুনত্বের কথা দিচ্ছি সিন্যাপস আপনাদের পাশে থাকবে  ।

মহাদেবাশার শূন্যতত্ত্বের চতুর্থ কিস্তি থাকছে এ পর্বে ।


ধন্যবাদ 
সম্পাদকীয় সম্পাদকীয় Reviewed by Unknown on November 15, 2017 Rating: 5

No comments