মনোজ দে
স্নানাগার
বয়ঃসন্ধি বিজ্ঞাপন। তোমাদের স্নানঘর যতখানি শামিয়ানা লুকিয়েছে সমগ্রই প্রথাগত
জায়মান শ্লীলতারা চিরকাল সামরিক, বেপরোয়া। ধাবমান প্রসাধনী অধ্যুষিত পুরুষেরা
যাবতীয় গোপনীয় গ্রন্থকীট সাবানেই নিমজ্জিত রেখেছিল। ভয়ানক সেসমস্ত দস্যুদল
সীমারেখা পেরিয়েছে বহুকাল। শহরের দৃষ্টিদোষ অতিক্রান্ত যুবরাজ জ্যামিতির ছায়াতলে
আবিষ্কৃত যৌনবীজ, অপরূপ নাভিদেশে সুসজ্জিত। সূর্যোদয়। আলোড়ন চারিদিকে
লিরিক্যাল গ্লিসারিন জলকনা ছড়িয়েছে যতদূর, ততখানি আচরণ শুধুমাত্র স্বপ্নদোষ
জায়মান শ্লীলতারা চিরকাল সামরিক, বেপরোয়া। ধাবমান প্রসাধনী অধ্যুষিত পুরুষেরা
যাবতীয় গোপনীয় গ্রন্থকীট সাবানেই নিমজ্জিত রেখেছিল। ভয়ানক সেসমস্ত দস্যুদল
সীমারেখা পেরিয়েছে বহুকাল। শহরের দৃষ্টিদোষ অতিক্রান্ত যুবরাজ জ্যামিতির ছায়াতলে
আবিষ্কৃত যৌনবীজ, অপরূপ নাভিদেশে সুসজ্জিত। সূর্যোদয়। আলোড়ন চারিদিকে
লিরিক্যাল গ্লিসারিন জলকনা ছড়িয়েছে যতদূর, ততখানি আচরণ শুধুমাত্র স্বপ্নদোষ
মনোজ দে
Reviewed by Unknown
on
December 19, 2017
Rating:
No comments