তুলি রায়


ক্রশওয়ার্ড


শীতওম পরশের অনুভব মিলেমিশে নাগরিক একাকার  আঞ্চলিক জীবনের একাংশ

মেখেথাকা চলমান আলোছায়া হিমায়িত কল্পনার ফসিলের মোজাইক ঝুরোবালি অনুভূতি

হ্যারিকেন যাপনের গুঁড়োগুঁড়ো অনুক্ষন ডায়েরির পাতাজোড়া লেখাজোখা আরন্যক জঞ্জালতা

ধরাছোঁয়া প্যারাফিন কল্পনার আকাশের জ্যোতিচ্ছটা নাভিপদ্ম কস্তুরিত আবেশের শব্দছক

কোলাজের ছেড়াছেড়া টাইফুন আচড়ের পরিনতি ঘরবন্দী ঘুঁটিদের সমাবেশে সাজাবার

কল্পনার ইবলিশ সমাহার আশরফি মুহুর্তের বুদবুদ সমাহারে পরিপুর্ন ইস্তাহার


                                         

তুলি রায় তুলি রায় Reviewed by Unknown on December 19, 2017 Rating: 5

1 comment

  1. খুব সুন্দর হয়েছে।তবে সমাহার আর সমাহারে : রিপিট হলো।এটা আবার লেখার সময় মাথায় রাখিস

    ReplyDelete