জয়ীতা ব্যানার্জী গোস্বামী
আলোহীন
কবেকার
ল্যাম্পশেড । দুধারেই আলোছায়া কারুকাজ । দুধারেই ধুলোবালি ,ঘেরাটোপ । অবিকল
ছেলেবেলা । প্রিজমের টুকরোয় ছড়িয়েছে যতটুকু ,জড়িয়েছে যতটুকু লালপাড়ে, আঁচলের
অভিমানে । হয়তো'বা জ্বলেছিল কোনদিন মেঘরঙ বিকেলের অজুহাতে ...যেসময় ফুটপাথে
জোনাকীর আনাগোনা । তারাদের একটানা হরতাল । সাইরেনে ,সাইকেলে ,আয়নায় বেখেয়ালে
ছেলেবেলা । প্রিজমের টুকরোয় ছড়িয়েছে যতটুকু ,জড়িয়েছে যতটুকু লালপাড়ে, আঁচলের
অভিমানে । হয়তো'বা জ্বলেছিল কোনদিন মেঘরঙ বিকেলের অজুহাতে ...যেসময় ফুটপাথে
জোনাকীর আনাগোনা । তারাদের একটানা হরতাল । সাইরেনে ,সাইকেলে ,আয়নায় বেখেয়ালে
পুড়েছিল কবেকার আলোকথা। তারপর শীতঘুম ।তারপর একদিন এমনই নির্বিকার
পাতাঝরা মরশুমে বেআকুব ঝড়জল অনায়াসে ফেলেগেছে যাবতীয় তারাখসা, চলাচল
জয়ীতা ব্যানার্জী গোস্বামী
Reviewed by Unknown
on
December 19, 2017
Rating:
No comments