জ্যোতির্ময় মুখার্জি
একফালি
আয়নার হাততালি
প্রতিদিন
বীজটাকে প্রবঞ্চনা, কালক্রমে স্বাভাবিক সংলাপে ইচ্ছাতির অবিকল্প খড়িমাটি
আপাতত কাছাকাছি পাশাপাশি মুখোমুখি সময়ের ইচ্ছালামি সামুদ্রিক প্রয়োজনে গর্ভবতী
কোনদিন চুপচাপ ডালপালা খুনসুটি, সবটুকু আলসেমি অর্থহীন উদাসীন রাজপথে
নিশ্চয়ই মানুষেরা সম্মিলিত পদবীতে ইচ্ছামতী, বিপরীতে একফালি আয়নার হাততালি
তক্তাপোশে অবিকল্প জলভর্তি বিছানার কল্পনায় কলপাড়ে মেয়েটির দেশোয়ালী কোলাকুলি
রেফারেলে জলহীন যান্ত্রিকতা, মুখোমুখি, শরীরের কাছাকাছি প্যাচপ্যাচে অন্ধকার
আপাতত কাছাকাছি পাশাপাশি মুখোমুখি সময়ের ইচ্ছালামি সামুদ্রিক প্রয়োজনে গর্ভবতী
কোনদিন চুপচাপ ডালপালা খুনসুটি, সবটুকু আলসেমি অর্থহীন উদাসীন রাজপথে
নিশ্চয়ই মানুষেরা সম্মিলিত পদবীতে ইচ্ছামতী, বিপরীতে একফালি আয়নার হাততালি
তক্তাপোশে অবিকল্প জলভর্তি বিছানার কল্পনায় কলপাড়ে মেয়েটির দেশোয়ালী কোলাকুলি
রেফারেলে জলহীন যান্ত্রিকতা, মুখোমুখি, শরীরের কাছাকাছি প্যাচপ্যাচে অন্ধকার
জ্যোতির্ময় মুখার্জি
Reviewed by Unknown
on
December 19, 2017
Rating:
No comments