জ্যোতির্ময় রায়


ম্যাগনেটিক ফিভার 


   
পারদ ছুঁয়েছে ঠোঁট
 
ফসফরাস জ্বলে উঠে 8.9 রিখটার
   
শিশির ছুঁয়ে এক হেমন্তের সকাল
   
ঝালমুড়ির বিকেল তখন অভ্যাসগত
   "
ফারাক বিস্তর ,যৌনতার নতিতে "
কিংবা স্বপ্ন বিক্রি সস্তায় ইচ্ছে পালক
স্বা ধী তা দত্তকি প্রেম কিনেছে
    
হা দে ।।



বি

রাজপথ পথিক সাম্যবাদী গণতন্ত্রে
কন্ডোম' শাবক
টাকা =প্রেম প্রেম শরীরী ভাষা
প্রমোশন এককদম এগিয়ে
নিউজ পেপারেও মিথ্যে রটনা
আদমগাছ রংকাহিনী
     
থুতু ফেলেই মাছির পাত ।।




নির্বাসন


একটা ভাঙা হৃদয় পুড়ে যাওয়ার শব্দ : একটা দাবানল কিংবা ছাই চাপা অগ্নী কুন্ড
কালো বেড়াল পথ মাড়িয়ে গেছে
"
দাউ দাউ............পট পট ....ঝসসস "
            
এটা হৃদয় নয়
            
একটা শুষ্ক প্রায় তাল গাছ
আকাশ ছুঁয়ে গেছে মাথা উঁচু ,চাঁদ ছুঁই স্লোপে
রক্ত চুমুক কিংবা মৃত আত্মতার শান্তি চিতা
                 
তারপর ভ্যানিশ
              
শব্দ বিহীন শব্দ দূষণ
            
সারা শহর এখন ধোঁয়াশা
                        
পিরামিড


জ্যোতির্ময় রায় জ্যোতির্ময় রায় Reviewed by Unknown on November 07, 2017 Rating: 5

No comments