ব্রতশুদ্ধ
বন্ধ দরজার দেশ
বাতাসের শব্দ-
লালচে স্থাপত্যের সংঘর্ষে লাল ফড়িঙের ঝাঁক।লালচে দেয়ালের বদনামী ঘর
(এক-মুখ)
(এক-চোখ)
।সূক্ষ্ম পাথরসজ্জায় সুরক্ষিত উ-দ-পূ-প
।
কাঠ পাত্রে জলজ কীটের নির্ভয় আনাগোনা ।
রোদ-জলের
ফরাসি চুম্বনে উষ্ণ ভেজা খয়েরী কূর্তা ।বেতার স্তুতিতে ভিজে ওঠা লাল গাছ ।
পথিকহীন । পথহীন । সীমাহীন
।লাল স্নায়ু । লাল
ধ্বজা ।
লাল বাক্স । লাল
সন্ধ্যা ।
ব্রতশুদ্ধ
Reviewed by Unknown
on
October 06, 2017
Rating:
No comments