প্রদীপ কুমার ঘোষ
স্লিভলেস টেক্সট
।। ১ ।।
শ্যাওলাখচিত ভুল। দুদন্ড এখানেই বিশ্রাম।
নিকোটিন পর্দা। ওপারে কিছু মুখ। জ্বলন্ত।
এপারে কিছু টান। প্রবল।
জারজ ওয়েটল্যান্ড। পৃথিবীর আদিম বাসস্থান।
।। ২ ।।
বাঁটোয়ারা অন্ধকারে কিছু মানুষ। হাতভর্তি শাবল। সম্বল।
ছোবল তাদের কথাবার্তা। পরাগ এখানে অচ্ছুৎ।
অশ্বখুরাকৃতি সম্পর্ক। ভিত এখানে গাঁথুনি থেকে আলাদা।
চৈত্রসেলের হরির লুট। মা আমাকে বাতাসা দাও। শিশু।
ঘুমিয়ে পড়লে বাছারা - মাঘ মাসের শীতের রাত।
হাফ বয়েল্ড হয় - চিন্ময়ীর শরীর। শুয়ে থাকে ঘোড়ারা। পাশে।
হুডখোলা
১।।
সাময়িক গ্লাসখোপ। ডুবন্ত ভোরমাপ = ১/২
টিমটিমায়িত সেরেল্যাকভোজী। কখনো
পিরামিডের টপ-বার্থ। ফল = ডাউনওয়ার্ড এট্র্যাকসন।
২।।
কুত্তাপন্থী বলবর্ধকতা। মাছ ও মাছি। শাবল এবং হাতে সবল।
মাস্ক ছিঁড়লে মা। মা ঢাকলে মাল। গ্লুকোজ শরীর : পচনে
পান্তা। নিমকেক = হ্যাপি ডেথ ডে। টু ইউ = ১প্রিপোজিশন ও
১প্রোনাউন।
৩।।
পোজ। ল্যাঙটো-তাপ্পি। পুঁজ। এক্সফোলিয়েসন।
পিপারমিন্ট ঘাম। জিভ ও তন্মধ্যে জিভঘর।
ম্যাসাজ = ওঠাপড়া। ম্যাপলেস মাই ও হোমলেস
ইউনিভার্সাল সিটিজেনশিপ = জিরো বাউন্ডারি।
প্রদীপ কুমার ঘোষ
Reviewed by Unknown
on
October 06, 2017
Rating:
No comments