মহাদেব নাথ
নামহীন
০) বাতাসেরা ভেঙে যায়
উঠোন একাকী স্নান করে
১) ঘোড়াদের দুঃখগুলো
চৌকো হয়ে ঝুলে থাকে মারিয়ানাই
২) ক্যাকোফনির ভিতর
ফ্যান্টাসির চরমসীমা দুধ হয়ে যায়
৩) বহুবচনের রসমালাই
মোজার কাছে বন্দী আছে
৪) আমাদের বাড়ি
তোমাদের গাছ
তোমাদের বাড়ি
আমাদের বাঁশ
৫) গাছেরা ঝুঁকে ঝুঁকে
মানুষ হতে চায়
মানুষরা ঝুঁকে ঝুঁকে নদী
৬) তুমি কল টিপছো
আমি হাসি
ছাদনা তলায় এর বেশি কিছু আছে নাকি!
মহাদেব নাথ
Reviewed by Unknown
on
October 06, 2017
Rating:
No comments