তুলি রায়



অবশিষ্ট ক্লোরোফিল




চলমান কিছু আওয়াজ
ফেরিওয়ালার ঝুলিতে

কিছু বাস্পঘাম ম্যানহোলে
তুই-আমি'র কোলাহল পাখি'র কোলাজে

এক পশলা জল
কচুপাতার টুপটাপ

নুড়ি-পাথর খাজেঁ
অবশিষ্ট হলুদ ক্লোরোফিল

জীবন :অন্বেষন





আকাশ-কুষুম



এলোমেলো কিছু ঝুরো কাচ                 

অপূর্ণ অবয়বে

জলভরা মেঘের আকাশে
গোধূলির অস্তরাগ

কয়েকটা চড়ুই
মুখরিত কলতান

মরচেধরা ঘুড়ির ভোকাট্টা

চলমান মাঞ্জাতে
জাফরানি আচড়

অতঃপর
বিক্ষিপ্ত বর্ষনের পূর্বাভাস



তুলি রায় তুলি রায় Reviewed by Unknown on October 06, 2017 Rating: 5

No comments