তুলি রায়
অবশিষ্ট ক্লোরোফিল
চলমান কিছু আওয়াজ
ফেরিওয়ালার ঝুলিতে …
কিছু বাস্পঘাম ম্যানহোলে
তুই-আমি'র কোলাহল পাখি'র কোলাজে
এক পশলা জল
কচুপাতার টুপটাপ
নুড়ি-পাথর খাজেঁ
অবশিষ্ট হলুদ ক্লোরোফিল
জীবন :অন্বেষন
আকাশ-কুষুম
এলোমেলো কিছু ঝুরো কাচ
অপূর্ণ অবয়বে
জলভরা মেঘের আকাশে
গোধূলির অস্তরাগ
কয়েকটা চড়ুই
মুখরিত কলতান
মরচেধরা ঘুড়ির ভোকাট্টা
চলমান মাঞ্জাতে
জাফরানি আচড়
অতঃপর :
বিক্ষিপ্ত বর্ষনের পূর্বাভাস
তুলি রায়
Reviewed by Unknown
on
October 06, 2017
Rating:
No comments