জ‍্যোতির্ময় মুখার্জি



 সেদিন চৈত্র মাস


তীরের ফলার মতো।পর্দার দুদিকে।স্পর্শ করে ঘাম ও রক্ত।গা ঘেঁষে।বেঁটেখাটো সব বিকালের পাশে।তোমার গান ও কবিতায়।চৈত্রমাস আমাকে নিংড়াচ্ছো আকাশী বিষ্ময়ে

সেইটুকুই কথাবার্তাহীন।রুদ্ধশ্বাস ব‍্যকারণে।কবেকার বৃষ্টি।একলা কিশোর।বৈঠকী ক্ষয়ে ঘুরে বেড়াচ্ছিলো।দৈর্ঘ্যে-প্রস্থে।তর্জনী তুলে।রাস্তাঘাট।একটু সাবধানে থেকো



শরীরে পরশী বদলালে



#
হয়তো দুজনেই
শরীরে পরশী বদলালে
পানকৌড়ির মতো ডুব বা ভেসে থাকা

##
পরিত্যক্ত শরণার্থীর মতো বহমান হত্যার নিজস্ব ক‍্যানভাসে কিছু অর্থহীন পোড়া মাংস

###
আবারও সেই কাদা বা মেঘের মতো
প্রতিটি অস্তিত্বে অভিব‍্যক্তি বদল হলে
বিচরণশীল আনাচে কানাচে
অন্তরঙ্গ বিপন্নতা



জ‍্যোতির্ময় মুখার্জি জ‍্যোতির্ময় মুখার্জি Reviewed by Unknown on October 06, 2017 Rating: 5

No comments