প্রদীপ কুমার ঘোষ
যৌগিক
ইউক্যালিপটাসের
মত মোহ
আর
আমার ঝাঁপের ইক্যুয়েশন বড় ভয়ঙ্কর।
প্রথমত
ম্যানহোলে থাকি।
দ্বিতীয়ত
বাড়তি বিলের ভয়ে সূর্য অফ।
দাগ
টেনে গুন্তি করা জীবন
পচা
আলুর মত ছুঁড়ে ছুঁড়ে ফেলি - ১।২।৩…
বিজলী
কড়কালেই : জুড়ে যাবে মৌল। জন্ম নেবে যৌগ।
সময়ের লাশ ও পোস্টমর্টেম
কাঁদাকাটা
- বড্ডো এঁটো লাগে।
মামুলি
গন্ধে আমার চারপাশটা বোঁটকা।
প্রদীপ
নিভানো ফুঁ দিয়ে
ওড়ানো
যাক কিছুটা সজারুর মত সময়।
রাহুগ্রস্ত
আবহাওয়ায় মোচার ঘ্রান রান্না হোক।
মিছিমিছিই
কেনা হচ্ছে বালিশ।
শোয়ানো
হচ্ছে পোয়াতি ঘড়ির কাঁটা।
নির্মীয়মাণ
মোমবাতি দিয়ে কতদিন
ছেলেভোলানো
ল্যাম্পপোস্ট বানাবে?
একদিন
কবর ফেঁড়ে জীবাশ্মেরও ময়নাতদন্ত হবে।
প্রদীপ কুমার ঘোষ
Reviewed by Unknown
on
October 13, 2017
Rating:
।।অসাধারণ
ReplyDelete।।অসাধারণ
ReplyDelete