অনুপ বৈরাগী


বার্থ ডে

   দু'চার ফোটা  বরফজল
এক ফালি জলঘোলা আকাশ
      একমুঠো সবুজ রোদ

আবহে জলনুপুরের রিনি রিনি

মোমের গা বেয়ে গলে যাওয়া আগুন
দাঁতে কেটে কলমের প্রসব ব্যাথা !


অক্ষরের জন্ম : রাত দুটো বারো
অনুপ বৈরাগী অনুপ বৈরাগী Reviewed by Unknown on October 13, 2017 Rating: 5

No comments