তুলি রায়


একটি কবিতা /(অ)কবিতা কাহিনী



প্রতিটা কবিতার না-কবিতা হয়ে ওঠার মাঝে
যতটুকু ব্যবধান

আমি তার মাঝে সাজাই ফুল্লরার বারমাস্যা

সাজাই শুকতারা
কালকেতু

প্রতিটা গোধূলির আলোয় মেখে নিই সাঁঝবেলার স্নিগ্ধতা

রোদেলাবিহীন দুপুর মাখে
মেহনতী ঘাম
অবিরত হ্যামার-অ্যাটাক

কয়লা খাদানের (অ)সফেদ ধূলো
জমা রাখে ফূসফূস

তবু জ্বালাই মোমের আলো
নীচের অন্ধকারটুকু স্বীকার করেই

সোহাগী জোছনা পিছলে যায় কাচপোকার শরীর

কবিতা (না)কবিতার মাঝে চলে কবিতা যাপন

                             


তুলি রায় তুলি রায় Reviewed by Unknown on October 13, 2017 Rating: 5

No comments