সম্পাদকীয়


সিন্যাপস ২ প্রকাশিত হলো। বাংলায় এক্সপেরিমেন্টাল পোয়েট্রিকে সামনে তুলে ধরার উদ্দেশ্যে সিন্যাপস এর যাত্রা শুরু । নতুনত্বকে বাংলা কবিতায় স্বাগত জানানোর প্রয়াসেই সিন্যাপস প্লাটফর্ম এর সৃষ্টি । সাপ্তাহিক এই কবিতা বিষয়ক ব্লগজিনকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে এবং কবিদের বিশেষ করে তরুণ কবিদের এক্সপেরিমেন্টাল পোয়েট্রি লিখতে উদ্বুদ্ধ করতে চাই আমরা ।  যারা এক্সপেরিমেন্টাল বা নতুন ধাচের কবিতা লিখে থাকেন সিন্যাপস পরিবার তাদের সুস্বাগতম জানায় ।

সিন্যাপস ৩ নিয়ে কিছু কথা 

সিন্যাপস ৩ এ প্রকাশিত হতে চলেছে মহাদেব নাথ(মহাদেবাশা) এর "শূন্যতত্ত্ব" কনসেপ্ট এর প্রথম পর্ব । আগামী কয়েক সংখ্যায় ধারাবাহিক ভাবে 'শূন্যতত্ত্ব' কনসেপ্ট টি সিন্যাপস এ প্রকাশিত হবে । বাংলা কবিতার এমন একটি স্ট্রং কনসেপ্টকে সিন্যাপস পরিবার স্থান দিতে পেরে আনন্দিত এবং গর্বিত।



সম্পাদকীয় সম্পাদকীয় Reviewed by Unknown on October 13, 2017 Rating: 5

No comments