কুমারেশ তেওয়ারী
রিংটোন
রিংটোন বেজে উঠতেই—ক্রিরিং ক্রিরিং ক্রিরিং
কী বললে—বড্ড ব্যাকডেটেড
তবে নাও কুহু কুহু কুহু
এখন দেখো ওই যে নেমে এলো বৃন্দাবন
ময়ূর ডাকছেঃ ক্যাও ক্যাও ক্যাও
কে ও কে ও কে ও
ময়ূরিটি বোবা নাকি! নাকিসুরেও কিছু
বলা কি যেত না পাখি
শুধু খুঁটে খেতে চাইবে মুক্তোফল
অয়ি পিন পয়োধরা
(আহা থাক থাক কবিবর জন্ম এ
বঙ্গেই রাখো হে ঃ স্বগতোক্তি)
রূপ>রস>গন্ধ>স্পর্শ<শি হ র ণ!
শোনো সূর্যতপা—যে রাঁধে সে চুলও বাঁধে
আবার হাপুসহুপুস কাঁদেও
নয়নসলিল [“বাঁধ
নাহি বাঁধে”]
ফোঁটা ফোঁটা ফোঁটা। ঝরে পড়ো অ্যাসিডবিকার
কুমারেশ তেওয়ারী
Reviewed by Unknown
on
November 07, 2017
Rating:
No comments