দিব্যায়ন সরকার
চিরন্তন
ব্যাচেলারের বারংবার শরীর সন্ধান। মৃদু HCl গাঢ় হতে থাকে।
শরীর + শক্তি = রিল্যাক্সেশন + ঘাম
বাৎসায়ন মাথায় চড়ে বসেন।
: স্থিতিশীলতা উর্ধমুখী হয়।
: স্থিতিশীলতা নিম্নমুখী হয়।
( দোলনকাল স্থির। নিঃসঙ্গ। )
ফসফরাসের স্পর্শ। আগুন। বিক্রিয়কের অনুঘটকের সাথে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি।
স্খলনের অপেক্ষায় ।
কালো হাত = সাদা মলাট।
অসম্পৃক্ততা।
5 মিনিট পর -
সাইলেন্ট ঘুম।
দিব্যায়ন সরকার
Reviewed by Unknown
on
November 07, 2017
Rating:
No comments