ফারজানা মণি


ইক্যুয়েশন অফ ট্রান্সমিশন 



জরায়ুর কুণ্ডলীর ভেতর ঘনীভূত ফ্রেয়নের ঝুড়িঝুড়ি আবৃতিতোমার চোখ থেকে
ক্রমশ আমার তাপমাত্রার শীতল হওয়া অব্দি
রাত খোলসহীন আপেলের মতো লালচে বাতাসে মিশে থাকে
সমীকরণ:
ঘর্ষণ+ transmission of heat= (         )
ফারজানা মণি ফারজানা মণি Reviewed by Unknown on November 07, 2017 Rating: 5

No comments