শান্তনু পাত্র
E=mc2
মাঝে মাঝে টাইম মেশিনে চেপেভবিষ্যতে যাই,
ইচ্ছে হলে অতীতেও।
পৃথিবীতে সবচেয়ে বড়ো
আর সবচেয়ে ছোটো বলে কিছু হয় না
সমস্ত ফিশনকে ফিউশনে পরিণত করি
E=mc2জানার পর
আইনস্টাইনের চেয়ে আমার I.Q. বেড়ে গেছে।
দ্বাদশেন্দ্রিয়
আমার দ্বাদশ ইন্দ্রিয় খুব সক্রিয়
পেস্ক্রিপশনের ভাষা এখন সুপাঠ্য
সিঁড়িভাঙ্গা অঙ্ক শিখেছি কবেই
বহুবহুভুজ আঁকি।
মার্কেটে টিকে থাকতে গেলে
কিছুটা দাম্ভিকতা জরুরী
নাহলে তুমি ফুটবল।
পাবলিক টয়লেটের মতো নোংরা মনে
হারপিক ঢেলে দিই।
অক্সিজেন সিলিন্ডার পিঠে ঝুলিয়ে
তিমিদের সাথে খেলতে নামি।
শান্তনু পাত্র
Reviewed by Unknown
on
November 07, 2017
Rating:
No comments