জ্যোতির্ময় রায়
ম্যাগনেটিক ফিভার
পারদ ছুঁয়েছে ঠোঁট ।
ফসফরাস জ্বলে উঠে 8.9 রিখটার।
শিশির ছুঁয়ে এক হেমন্তের সকাল
ঝালমুড়ির বিকেল তখন অভ্যাসগত ।
"ফারাক বিস্তর ,যৌনতার নতিতে "
কিংবা স্বপ্ন বিক্রি সস্তায় । ইচ্ছে পালক ।
স্বা ধী ন তা ।দত্তকি প্রেম কিনেছে
ম হা দে শ ।।
ত।স।বি।র
রাজপথ ।পথিক ।সাম্যবাদী গণতন্ত্রে কন্ডোম'ই শাবক ।
টাকা =প্রেম প্রেম শরীরী ভাষা ।
প্রমোশন । এককদম এগিয়ে ।
নিউজ পেপারেও মিথ্যে রটনা ।
আদম।গাছ । রংকাহিনী।
থুতু ফেলেই মাছির উৎপাত ।।
নির্বাসন
একটা ভাঙা হৃদয় পুড়ে যাওয়ার শব্দ : একটা দাবানল কিংবা ছাই চাপা অগ্নী কুন্ড ।
কালো বেড়াল পথ মাড়িয়ে গেছে ।
" দাউ দাউ......স..স..স..পট পট ....ঝসসস "
এটা হৃদয় নয় ।
একটা শুষ্ক প্রায় তাল গাছ ।
আকাশ ছুঁয়ে গেছে মাথা উঁচু ,চাঁদ ছুঁই স্লোপে
রক্ত চুমুক কিংবা মৃত আত্মতার শান্তি চিতা ।
তারপর ভ্যানিশ ।
শব্দ বিহীন শব্দ দূষণ
সারা শহর এখন ধোঁয়াশা
পিরামিড ।
জ্যোতির্ময় রায়
Reviewed by Unknown
on
November 07, 2017
Rating:
No comments