ফারজানা মণি

ডেথওয়াচ


প্রথমত চাঁদকে মেরে
খুনী হতে চাই।
এরপর - চাঁদ।চাঁদ।চাঁদ।শুধুই চাঁদ।চাঁদের খুনী।খুন।রক্ত।
গলা চেপে অথবা ছুরি।এক ফালি মৃত চাঁদ।
আহত শরীরের শেষ নিশ্বাস।

চাঁদের উপর কালো ছবি
চাঁদের  গায়ে একটা ছুরি
চাঁদের শরীরে কাটাছেড়ার দাগ
চাঁদ ঘুমিয়ে গেছে

।মাটি থেকে।নরপশুরা।চাঁদ দেখে।
।আমি।খুন।করি।
ফারজানা মণি ফারজানা মণি Reviewed by Unknown on October 22, 2017 Rating: 5

3 comments

  1. চাঁদ শব্দটির বার বার ব্যবহার একটা চিৎকারের মত। ফোর্স আনার জন্য ভাল।
    কিন্তু ব্যক্তিগত পাঠ প্রতিক্রিয়া - চাঁদ শব্দের ব্যবহার একটু সংযত হ'লে কবিতা হিসেবে আরও ভাল হ'ত।

    ReplyDelete
  2. তোমার ভাঙচুরেও একটা সৌন্দর্য থাকে। বেশ ভালো মণি

    ReplyDelete