রুদ্র পতি





রেখা-মানুষ



একটি রেখা উঠে দাঁড়ায়

     ভূমির উপরে লম্ব

তার মুখ পূর্ব দিকে;

অনুরূপে বিপরীত দিক থেকে

আরো এক রেখা

   তার মুখ পশ্চিমে

উঠে দাঁড়ায়  লম্ব হয়

মুখোমুখি দুটি রেখা কাতর

            ভীষণ আতুর

প্রাচীন বৃষ্টি নামে বাদাম পাহাড়ে;

ওই পাহাড়ে ময়ূর নাচত একদিন

ময়ূরীকে ভোলানোর ছলে

কত শক্তি সে অপচয় করত, কত সময়

         কী কৌতুকে

আজ মুখোমুখি দুটি রেখা

রেখা বিনিময় করে

       রেখা বিনির্মাণে

অবশ্যই সংসার-মুখী

নাহলে তো সভ্যতা অচল

নাহলে কে বাঁধবে নদীর পায়ে ঘুঙুর

কেইবা বাদাম পাহাড় থেকে আকরিক টেনে

      বানাবে লৌহ ও ইস্পাত!!?


লোহার পাতের ওপর লোহার রেলগাড়ির ছুটে যাওয়া দেখে

এ জীবন সার্থক করি কবিতা লিখে লিখে।


রুদ্র পতি রুদ্র পতি Reviewed by Unknown on October 22, 2017 Rating: 5

3 comments

  1. মুগ্ধ

    প্রণাম দাদা


    ফিরে আসুন, আবার, কবিতার জন্য।

    ReplyDelete
  2. প্রনাম কবি আপনাকে। আপনাকে ফিরে পাওয়া কি পরম সৌভাগ্যের।ধন্য আমরা আপনাকে আমাদের মাঝে পেয়ে।

    ReplyDelete
  3. প্রনাম কবি আপনাকে। আপনাকে ফিরে পাওয়া কি পরম সৌভাগ্যের।ধন্য আমরা আপনাকে আমাদের মাঝে পেয়ে।

    ReplyDelete