প্রদীপ কুমার ঘোষ



হাইপার টেক্সট



#১

বিছে বলে ভুল। একটা আস্ত পিঠ - নিশ্চুপে সাপ।
কড়িকাঠে অস্ফুট ছোবল। দু'হাত দূরে এপিডেমিক।
উঁচিয়ে আছো পরশ্ব সময়। বালিসের তলায় প্রত্নরূপ।
ভেজানো ছোলায় অঙ্কুর - উদরে গেলেই ভিটামিন।

সাজানো ট্যাঙ্ক। বাজানো সাইরেন। মুড়িমুড়কির যুদ্ধ।
হাতসাফাই আর হাতভরাট : দুই গোলার্ধ - তিন পৃথিবী।
রজস্বলা : কে কার গর্ভের খোঁজ রাখে?
মিনিমাইজ করলে আমরা দর্শক। ম্যাক্স মানেই মৃত্যু।

#২

স্রোতের অধিক। তরঙ্গে পেয়েছি ঝিলিক।

শোভনীয় যা কিছু সব নিয়ে একটা বিছানায়
ক্রশ আঁকছে। প্লাস আঁকছে। ক্রশপ্লাস থেকে প্লাসক্রশ
নিয়ত পরিবর্তনশীল টেকটনিক প্লেট। পায়ের নিচে
উষ্কখুষ্ক সরণ। চালচলনে বেহায়া কেয়াললেসনেস।

পাঁজাকোলা করে ওয়েটলিফটিং। সাময়িক স্বর্ণপদক।





প্রদীপ কুমার ঘোষ প্রদীপ কুমার ঘোষ Reviewed by Unknown on October 22, 2017 Rating: 5

1 comment