সম্পাদকীয়




সিন্যাপস ৩ প্রকাশিত হলো ।এক্সপেরিমেন্টাল কবিতার এই সাপ্তাহিক ব্লগজিনের চলমান সংখ্যায়  থাকছে বেশ কিছু তরুণ এবং জ্যেষ্ঠ কবিদের এক্সপেরিমেন্টাল কবিতা । এক্সপেরিমেন্টাল কবিতার নানাবিধ ফরম্যাটে সাজানো সিন্যাপস এর প্রতিটি সংখ্যায় আমরা নতুনত্ব রাখার চেষ্টা করছি । এক ঘেয়েমি কবিতার সেই পুরনো ধাচকে ভেঙে নতুনত্বের জয়গানে আমরা শামিল হতে চাই । আমাদের ইমেইলে আপনার এক্সপেরিমেন্টাল কবিতা পাঠিয়ে আমাদের প্রচেষ্টার ভিড়ে আপনাকেও শামিল করুন  ।
এ সংখ্যার বিশেষ আকর্ষণে থাকছে কবি মহাদেবাশা নাথ এর শূন্যতত্ত্ব কনসেপ্ট এর প্রথম কিস্তি ।   কবি মহাদেবাশা নাথকে অভিনন্দন  এবং সেই সাথে সকলকে কনসেপ্টটি পড়ার জন্য সিন্যাপস পরিবার অনুরোধ করছে । 
ধন্যবাদ 
সম্পাদকীয় সম্পাদকীয় Reviewed by Unknown on October 22, 2017 Rating: 5

No comments