জ্যোতির্ময় মুখার্জি
মিথোজীবি চুমুর বর্গমূলে
২১-১০-১৭/৭.৩১
মিথোজীবি চুমুর বর্গমূলে
অন্তঃরঙ্গ।অবহেলা।ডুকরে
বিকলাঙ্গ কুয়াশা:নগ্নতা ছুঁয়ে
গোলাপি ভার্জিনিটি
২১-১০-১৭/৭.৩২
ধরা যাক, y = উরুর ভাঁজে
ক্রমশ ধারালো অন্ধকার
চোরা কারবারে লিপ্ত x
তীব্রতর হনন ছুঁয়ে
শুঁকছে।ছিঁড়ছে।চাটছে
মাংসের বাদামি খোসা
২১-১০-১৭/৭.৩৫
গোপন নিষেকে ক্ষয়জাত
জীবাশ্ম > © শরীরি ইনসাফ
বিয়োগান্ত বিলাসী ম্যাগমা
ত্রিভুজের অশ্লীলতা ঢাকে
২১-১০-১৭/ ৭.৩৬
ঘুমিয়ে।প্রয়োজনে।তুরীয়
খনন ছুঁয়ে
নোনতা শ্যাওলা।প্রসবের পথে।মেঘজনিত পোশাকি
অপেক্ষা-সংলগ্ন মেজাজী ভ্রুণ
২১-১০-১৭/৭.৩৯
জলমোচী ঘামের মতো লুকানো লীনতাপে
আদুরে:আগোছালো
@প্রলম্বিত শুক্রাণু
স্তনে ঠোঁঠ ঢাকলো
জ্যোতির্ময় মুখার্জি
Reviewed by Unknown
on
October 22, 2017
Rating:
No comments