জ্যোতির্ময় রায়



আলোক

dy/dx(দীপাবলী )

=[আলো,মোমবাতি]
হাসিমুখ নাকি শুধুই
              আলো আর আলো ?

পথিক


প-অ   দ্ -া   ত'ই্     ক (¿)



তুই/তুমি


রাত জাগা দুটি চোখ ।
চার দেওয়াল ।
ঘড়ির কাঁটায় পোশাকি ট্রেন ।
"রান " ~~~~~|~~~~এন্ড পয়েন্ট
                     |
                    |
       মেঘের ভেলায় স্বপ্ন চিঠি  ।
   (সে তখন শুকতারা €মহাকাশ )
       তুমি/তুই @সম্বোধনে অভিকর্ষ)





সিরিজ:ইন সার্চ অফ থেকে



জ্যোতির্ময় রায় জ্যোতির্ময় রায় Reviewed by Unknown on October 22, 2017 Rating: 5

2 comments

  1. ভালোলাগলো। 'আলোক' বেশ ভালো।

    ReplyDelete
  2. এমন কবিতা পাঠককে কবিতা নিয়ে ভাবতে বলে, বার বার পড়তে বলে কবিতা। নতুন কিছু খোঁজার জন্য।

    ReplyDelete