সংকর মজুমদার
পাটিগণিতের আত্মজীবনী
পাটিগণিতের আত্মজীবনীতে
এক্স এর কোনো স্থান আছে কি?
থাকলেও ধরো এক্স মানে কেটে যাওয়া ঘুড়ি
এক্স মানে ভুলবুঝে তুমি আপ আমি ডাউন
আমাদের কথা এগোতে থাকে
প্রথমের পরে দ্বিতীয় তার পর ডট ডট
এভাবে অসীম অব্দি চললেও দিগন্ত
সেই দূরেই থেকে যায় বরাবরের মত
কিছুদিন যেতে না যেতেই নল বন
অথবা কর্ণার সিটে রাধানাথ শিকদার
আমাদের চেনা জানা গন্ডির মধ্যে
আটপৌরে ও রঙীন স্বপ্ন আসে ক্রমাগত
পিথাগোরাস রাজী না হলেও এবার কিন্তু
এক্স এসে পড়ে অবধারিত ৷ তার পর
যত দূরেই যাও দৃষ্টিসীমার ওপারে
ক্রমাগত বেঁকে যেতে থাকে সরলরেখাও
আত্মজীবনীর শেষ ছত্রে জিরো থেকে এক
এক থেকে দুই এবং সংখ্যারা স্বাভাবিক..
এক্স এর কোনো স্থান আছে কি?
থাকলেও ধরো এক্স মানে কেটে যাওয়া ঘুড়ি
এক্স মানে ভুলবুঝে তুমি আপ আমি ডাউন
আমাদের কথা এগোতে থাকে
প্রথমের পরে দ্বিতীয় তার পর ডট ডট
এভাবে অসীম অব্দি চললেও দিগন্ত
সেই দূরেই থেকে যায় বরাবরের মত
কিছুদিন যেতে না যেতেই নল বন
অথবা কর্ণার সিটে রাধানাথ শিকদার
আমাদের চেনা জানা গন্ডির মধ্যে
আটপৌরে ও রঙীন স্বপ্ন আসে ক্রমাগত
পিথাগোরাস রাজী না হলেও এবার কিন্তু
এক্স এসে পড়ে অবধারিত ৷ তার পর
যত দূরেই যাও দৃষ্টিসীমার ওপারে
ক্রমাগত বেঁকে যেতে থাকে সরলরেখাও
আত্মজীবনীর শেষ ছত্রে জিরো থেকে এক
এক থেকে দুই এবং সংখ্যারা স্বাভাবিক..
সংকর মজুমদার
Reviewed by Unknown
on
October 22, 2017
Rating:
No comments