রথীন বনিক
১ন্যাড়া মাথা ধ্বনি চটি দেওয়ালে টাঙানো সিনারী|
স্বাস্থ্যবতী ফল : আলুর দম ঘুম ছিঁড়ে লাটাই
আর অজস্র সুতোর মোলাকাত|
২ পা পিছলে ফুটন্ত জল একটা দাড়ি তার জন্য চলন্ত স্টেশন| উনুন
: গর্ভগৃহ পাতাল
থেকে কান্না আমার বরাবরের প্রিয় ডিশ্...
৩ গম গমে অতিথি সময়, সসপেনে ঘামা রোদ| একটা
টাট্টু : ল্যাম্পপোস্ট তবুও ফুল জাগবে
কি বলেনি আবহাওয়া দপ্তর|
৪ দোলন মাখা দুপুর| নিরীহ শিশু ব্লেড দিয়ে ঘুম খুন|
বৃষ্টি : চওড়া রোদ গুড
বাই আবার প্রাচীন প্রস্তরে চলে যাবে নখ|
রথীন বনিক
Reviewed by Unknown
on
October 22, 2017
Rating:
কবিতাটি কি এমনই? নাকি অ্যালাইনমেণ্টের কোনও প্রবলেম হয়েছে প্রকাশ করার সময়?
ReplyDelete১ ২ ৩ যে ভাবে আছে, সেই দেখে বলছি।
রথীনের কবিতাটির ফরমেটই এমন।
ReplyDelete